স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন সংস্থার কর্মীরাই। সেই জালিয়াতদের ধরতে ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ ‘সিক্রেট পুলিশ’ কাজে লাগিয়েছেন।
ফেসবুকের গোপন তথ্য বা পণ্য নিয়ে গোপন রণকৌশলের কথা বাইরে বের করে দেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।
মার্ক জুকারবার্গ কমীদের সঙ্গে নানা অপ্রকাশিত পণ্য ও রণকৌশল নিয়ে আলোচনা করেন। সেরকমই ২০১৫ সালের একটি বৈঠকের সময় জুকারবার্গ প্রথম জানান, ফেসবুকের ভিতরের তথ্য বাইরে ফাঁস হচ্ছে। আমরা অপরাধীদের ধরব। তার এক সপ্তাহের মধ্যে জুকারবার্গ এক কর্মীকে সংস্থা থেকে সরিয়ে দেন।
সেই কর্মীর সঙ্গে সংস্থায় যোগ দেওয়ার আগে এক সাংবাদিকের কী কথা হয়েছে সেটাও ফেসবুকের সিক্রেট পুলিশ জেনে ফেলেছিল। এতটাই শক্তিশালী জুকারবার্গের তদন্তকারী দল। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ফেসবুক সংস্থার দাবি, প্রতিটি সংস্থা যেমন নীতি মেনে অভ্যন্তরীণ ব্যবস্থা চালায় তেমনই ফেসবুকও কাজ করে।
ফেসবুকের গোপন তথ্য বা পণ্য নিয়ে গোপন রণকৌশলের কথা বাইরে বের করে দেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।
মার্ক জুকারবার্গ কমীদের সঙ্গে নানা অপ্রকাশিত পণ্য ও রণকৌশল নিয়ে আলোচনা করেন। সেরকমই ২০১৫ সালের একটি বৈঠকের সময় জুকারবার্গ প্রথম জানান, ফেসবুকের ভিতরের তথ্য বাইরে ফাঁস হচ্ছে। আমরা অপরাধীদের ধরব। তার এক সপ্তাহের মধ্যে জুকারবার্গ এক কর্মীকে সংস্থা থেকে সরিয়ে দেন।
সেই কর্মীর সঙ্গে সংস্থায় যোগ দেওয়ার আগে এক সাংবাদিকের কী কথা হয়েছে সেটাও ফেসবুকের সিক্রেট পুলিশ জেনে ফেলেছিল। এতটাই শক্তিশালী জুকারবার্গের তদন্তকারী দল। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ফেসবুক সংস্থার দাবি, প্রতিটি সংস্থা যেমন নীতি মেনে অভ্যন্তরীণ ব্যবস্থা চালায় তেমনই ফেসবুকও কাজ করে।


Your fb id plz
ReplyDelete